নিজস্ব প্রতিবেদক :
দেশে চলমান মাদকবিরোধী অভিযানে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সারা দেশে বন্দুকযুদ্ধে ১২জন নিহত হয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে রাজধানীর মিরপুরে একজন, কুমিল্লায় দুজন, পিরোজপুরে দুজন, সাতক্ষীরায় দুজন, চাঁদপুরের ফরিদগঞ্জে একজন, ঝিনাইদহে একজন, মুন্সিগঞ্জে একজন, নাটোরে একজন ও পাবনায় একজন নিহত হয়েছেন। নিহতরা সবাই মাদক ব্যবসায়ী বলে পুলিশের দাবি।
রোববার দিবাগত রাতে মিরপুরে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয়ে (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন।
রূপনগর থানার এসআই মিজানুর জানান, রূপনগরে সরকারি কর্মচারীদের জন্য নির্মাণাধীন ভবনে রাত ৩টার দিকে মাদক কেনাবেচাকালে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী মারা যান।
ঘটনাস্থল থেকে ৫ হাজার পিস ইয়াবা ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি জানিয়েছেন, কুমিল্লায় পৃথক বন্দুকযুদ্ধে এনামুল হক (দোলন) ভূঁইয়া (৩৫) ও নুরু নামের (৫৫) দুই ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাতে জেলার দেবিদ্বার উপজেলা পশ্চিম ভিংলাবাড়ি এবং সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার করতে পুলিশের একটি দল উপজেলার পশ্চিম ভিংলাবাড়ি এলাকায় গোমতী বাঁধে অবস্থান নেয়। সেখানে মাদক ব্যবসায়ী দোলনসহ তার সহযোগীরা পৌঁছলে তাদের আটকের চেষ্টা করা হয়।
দৈনিক দেশজনতা/ টি এইচ