১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২১

একজন বড় মাপের রাজনীতিবিদকে হারালাম : ফখরুল

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওয়াহিদুল আলমের মৃত্যুতে আমরা একজন বড় মাপের রাজনীতিবিদকে হারালাম বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের দ্বিতীয় নামাজে জানাজা পূর্ব বক্তৃতায় তিনি এ মমন্তব্য করেন।

মির্জা আলমগীর বলেন, প্রতিষ্ঠা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ওয়াহিদুল আলম। তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। জাতীয় সংসদে তিনি হুইপের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে আমরা একজন বড় মাপের রাজনীতিবিদকে হারালাম।

নয়াপল্টনে তার জানাজায় অংশ নেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, মাহবুবুল হক নান্নু, হারুন-অর রশীদ, বেলাল আহমেদ, মুনির হোসেনসহ দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

নামাজে জানাজার পরে মরহুমের মরদেহে দলীয় পতাকা ও ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান বিএনপির নেতারা। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

এদিকে নয়াপল্টনের আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নয়াপল্টনে নামাজে জানাজার পর মরহুমের মরদেহ নেয়া হবে চট্টগ্রামে। বাদ আসর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মাঠে জানাজার পর হাসপাতালে হিমঘরে রাখা হবে মরহুমের লাশ। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় হাটহাজারি কলেজ মাঠ ও বাদ জোহর লালিয়ার হাট মাদরাসা মাঠে দুইদফা জানাজার পর সৈয়দ ওয়াহিদুল আলমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য রোববার ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে সৈয়দ ওয়াহিদুল আলম ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো ৭৩ বছর।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২৮, ২০১৮ ২:৩৪ অপরাহ্ণ