রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক থানার করল্যছড়ি এলাকায় ইউপিডিএফের তিন কর্মীকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ মে) ভোরে এ ঘটনা ঘটে। রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন সঞ্জিত চাকমা, অটল চাকমা ও স্মৃতি চাকমা।
এ ঘটনার জন্য প্রতিপক্ষ জেএসএস (এমএন লারমা) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) দায়ী করেছেন ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলা সংগঠক জুয়েল চাকমা।
এ ব্যাপারে ইউপিডিএফের প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা গণমাধ্যমকে বলেন, ‘আমি এলাকাবাসীর মাধ্যমে সকালে ঘটনাটি জানতে পারি। এই ঘটনার জন্য জেএসএস (এমএন লারমা) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) দায়ী। ভোরে এই দুই সংগঠনের একদল সশস্ত্র ক্যাডার একটি বাসায় একসঙ্গে অবস্থান করা আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। সে সময় তারা গুলি করে আমাদের তিনজনকে হত্যা করেছে।’ নিহত সঞ্জিত যুব ফোরামের কর্মী বলেনও জানান তিনি।
তবে ইউপিডিএফের এই অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর মুখপাত্র লিটন চাকমা বলেছেন, ‘এই ঘটনায় কোনোভাবেই ইউপিডিএফ (গণতান্ত্রিক) জড়িত নয়। ওই এলাকা তাদের নিয়ন্ত্রণাধীন।’
বাঘাইছড়ির সাজেক থানার ওসি নুরুল আনোয়ার বলেন, ‘ভোরে একটি বাসায় হামলা চালিয়ে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জেনেছি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।’ প্রাথমিক তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলেও জানিয়েছে পুলিশ।
দৈনিক দেশজনতা/ টি এইচ