১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

ফাইনালে সাকিবদের প্রতিপক্ষ চেন্নাই

স্পোর্টস ডেস্ক:      

পর্দা নামতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসরের। রোববার ফাইনালের মাধ্যমে চলতি মৌসুমের মত শেষ হবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচটি হবে লিগ পর্বে পয়েন্ট তালিকা অনুসারে সেরা দুই দলের মধ্যেই। সর্বোচ্চ ছয়বারের ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংসের মুখোমুখি এবার সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটি শুরুর হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

২০১৬ ও ২০১৭ সালের আইপিএলে নিষিদ্ধ ছিল চেন্নাই সুপার কিংস। এর আগে ২০১৫ সালেই ছিল ফাইনালিস্ট। নিষেধাজ্ঞা থেকে ফিরে এসে যেন ঠিক সেই মৌসুমের পুনরাবৃত্তিই করছে দলটি। ছয়বারের ফাইনালিস্ট দলটি সন্ধ্যায় সপ্তমবারের মত ফাইনাল খেলতে নামছে মাঠে। এবারের মৌসুমে দারুণ ফর্মে আছে মহেন্দ্র সিং ধোনির দল। অপর ফাইনালিস্ট হায়দ্রাবাদকে মৌসুমে তিন দেখাতেই হারিয়েছে। তবে সবচেয়ে বড় বিষয়, ফাইনালে ধোনিদের সফলতার হার খুবই কম। ২০১০ ও ২০১১ সালে টানা দুইবার শিরোপা জিতেছিল। এরপর ২০১২, ২০১৩ ও ২০১৫ সালের ফাইনালে হেরেছে।

অন্যদিকে হায়দ্রাবাদ এখন পর্যন্ত একবারই (২০১৬) ফাইনালে উঠেছে এবং সেবারই ট্রফি জিতেছিল। এখন পর্যন্ত চলতি মৌসুমে চেন্নাইয়ের কাছে ৩বার হেরেছে তারা। আইপিএলে এর আগে এক মৌসুমে দুই দলের চারবার মুখোমুখি হওয়ার রেকর্ড আছে। প্রতিবারই ৩বার জেতা দলকে একবার হারিয়েছে প্রতিপক্ষ। সেই ইতিহাস দেখলে আশাবাদী হতেই পারেন সাকিবরা। তাছাড়া সাকিব এখন পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুইটি ফাইনাল খেলেছেন, হারেননি একটিতেও।

দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতাকে যেভাবে হারিয়েছে হায়দ্রাবাদ, তা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে দলটিকে। দারুণ বোলিং করেছেন আফগান স্পিনার রশিদ খান। তার সাথে তাল মিলিয়ে অল রাউন্ডার সাকিব চলতি আইপিএলে হায়দ্রাবাদকে সেরা বোলিং শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে বড় ভূমিকা রেখেছেন। ১৬ ম্যাচে এখন পর্যন্ত পেয়েছেন ১৪ উইকেট, রান করেছেন ২১৬। বল হাতে এটাই আইপিএলে তার সেরা পারফরম্যান্স। আর ১২ রান হলেই ব্যাট হাতেও নিজের সর্বোচ্চটা (২০১৪ সালে ২২৭ রান) ছাড়িয়ে যাবেন।

চেন্নাইয়ের ব্যাটিং লাইন-আপও বেশ শক্তিশালী। দলটির চারজন ব্যাটসম্যান আছেন যাদের চলতি মৌসুমে রান ৪০০ এর উর্ধ্বে। সেরা বোলিংয়ের সাথে দুর্দান্ত ব্যাটিং- ফাইনালের লড়াইটা ভালই জমবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৭, ২০১৮ ১২:১১ অপরাহ্ণ