১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৯

হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে ৫ ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে নতুন পাঁচ ফিচার। শিগগিরই নতুন এই পাঁচটি ফিচার ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। জেনে নিন এই ফিচারগুলো সর্ম্পকে।

গ্রুপ ভিডিও কলিং
সব ফিচারের মধ্যে গ্রুপ ভিডিও কলিং নিয়ে গ্রাহকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বছর খানেক আগেই প্রথম ভয়েস ও ভিডিও কলিং এর ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। এর পর থেকে কলিং এর উপরেই বেশি জোড় দিয়েছে এই মার্কিন সংস্থাটি। এবার এই নতুন গ্রুপ ভিডিও কলিং ফিচারের মাধ্যমে গ্রাহকরা একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হতে পারবেন। ইতিমধ্যেই নির্বাচিত কিছু গ্রাহকের ফোনে পৌঁছে গেছে এই ফিচার। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি সব গ্রাহক পেয়ে যাবেন এই ফিচার।

রেস্ট্রিক্ট গ্রুপ
এই ফিচারে যেকোন গ্রুপের অ্যাডমিনদের দেওয়া হচ্ছে নতুন এক শক্তি। অ্যাডমিন সেটিংস এ গিয়ে তিনি ঠিক করে দিতে পারবেন গ্রুপের কোন সদস্যরা গ্রুপ ইনফো বদল করতে পারবে। অন্য সদস্যরা চ্যাট ও মিডিয়া পোস্ট করতে না পারলেও অ্যাডমিন পোস্ট করতে পারবেন সবকিছু। অন্য সদস্যদের কিছু পোস্ট করতে হলে অ্যাডমিনকে মেসেজ করে তা জানাতে হবে। এরপরে অ্যাডমিন সেই মেসেজ অ্যাপ্রুভ করলে তবেই গ্রুপে পোস্ট হবে।

ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে শেয়ারিং
জলদি ফেসবুকে যোগ হবে ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে সরাসরি শেয়ারের ফিচার। এর মাধ্যমে ফেসবুকের যেকোন পোস্ট এক ক্লিকে সরাসরি শেয়ার করা যাবে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে। ফেসবুকের বেটা ইউজারদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিছে নতুন এই ফিচার। কিছু দিনের মধ্যেই এই ফিচার চলে আসবে ফেসবুকের স্টেবেল ভার্সনেও।

লকড, প্রিভিউ ভয়েস রেকর্ডিং
খুব শিগগিরই হোয়াটসঅ্যাপ নিয়ে আসবে ‘লকড রেকর্ডিং এর ফিচার। এর মাধ্যমে লম্বা ভয়েস রেকর্ডিং এর সময় টিপে থাকবে হবে না আপনার ফোনের স্ক্রিন। এছাড়াও রেকর্ডিং শেষ হলে তা পাঠানোর আগে শুনে নিতে পারবেন নিজের রেকর্ড করা শব্দ।

ডাউনলোড হোয়াটসঅ্যাপ ডাটা
ইউরোপের প্রাইভেসি আইনের সঙ্ড়ে তাল মেলাতে এই ফিচার যোগ করতে বাধ্য হয়েছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে বজায় থাকবে অ্যাপের স্বচ্ছতা। এই ফিচারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউনন্টের সব ডিটেলস ডাউনলোড করে রাখতে পারবেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২৭, ২০১৮ ১২:১৪ অপরাহ্ণ