আন্তর্জাতিক ডেস্ক:
উগান্ডার উত্তরাঞ্চলে বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে তিন শিশুসহ ২২ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
এএফপি নিউজ এজেন্সিকে উগান্ডা পুলিশের মুখপাত্র এমিলিয়ান কেইমা বলেন, শুক্রবার রাতে দেশটির রাজধানী কাম্পালা থেকে ২২০ কিলোমিটার উত্তরের শহর কিরইয়ানডোঙ্গোয় যাওয়ার পর বিপরীত দিক থেকে হেডলাইট না জ্বালিয়ে আসা একটি ট্রাক্টরের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
তবে স্থানীয় গণমাধ্যমে মৃতের সংখ্যা ৩০ জনেরও বেশি বলে উল্লেখ করা হয়েছে।
সড়কে নিরাপত্তার ক্ষেত্রে বাজে অবস্থানে রয়েছে আফ্রিকার এ দেশটি। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুই বছরে সরকারি হিসাবে দেশটিতে সড়ক দুর্ঘটনায় সাড়ে নয় হাজার লোকের মৃত্যু হয়েছে।
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

