২১শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:১৯

‘ইরানের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারও নেই’

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারও নেই। ইরানের সশস্ত্র বাহিনী এই মুহূর্তে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।

জেনারেল হাতামি শুক্রবার দক্ষিণ-পশ্চিম ইরানের দেজফুল শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, সব ধরনের সামরিক সরঞ্জাম নির্মাণে ইরান স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সব দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তার দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের জনগণ ইরানি জনগণের পাশে রয়েছে।

আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্ররাই ইরানের একমাত্র শত্রু। তারা ছাড়া ইরানের আর কোনো শত্রু নেই বলেও তিনি উল্লেখ করেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২৬, ২০১৮ ১:০৬ অপরাহ্ণ