১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪০

মাগুরায় সড়ক দূর্ঘটনায় নিহত দুই

মাগুরা প্রতিনিধি:

ঝিনাইদহ-মাগুরা সড়কের হাওড় এলাকায় একটি নছিমন উল্টে দুই জন নিহত হয়েছে। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার জাগলা গ্রামের হাফিজার মোল্লার ছেলে নূর ইসলাম (২৭) ও শোলই গ্রামের আকতার হোসেনের ছেলে মামুন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা-ঝিনাইদহ সড়কের হাওড় এলাকায় মাল বোঝাই একটি নছিমন ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে চালক নূর ইসলামের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন (২৫) নামের আরও এক আরোহীর মৃত্যু হয়।

এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২৬, ২০১৮ ১:১২ অপরাহ্ণ