১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১০

শর্ত না মানলে চুক্তি বাতিলের হুমকি খামেনির

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি পারমাণবিক চুক্তি রক্ষায় ইউরোপের দেশগুলোর প্রতি বেশ কয়েকটি শর্ত হাজির করেছেন। এসব শর্ত না মানলে পারমাণবিক চুক্তি বাদ দেওয়ার হুমকিও দেন তিনি।

২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তি থেকে সম্প্রতি যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ায় ইরান নিয়ে উত্তাপ বিরাজ করছে।যুক্তরাষ্ট্র বের হয়ে গেলেও চুক্তিতে থাকা অন্য দেশগুলো, যেমন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি চুক্তি রক্ষার চেষ্টা করছে। এ কারণে এই দেশগুলো প্রতি ইরান শর্ত দিল।

খামেনির দেওয়া প্রধান শর্তের মধ্যে রয়েছে ইউরোপীয় শক্তিতে ইরানের তেল বিক্রির বিষয়টি নিরাপদ রাখতে হবে এবং ইরানের অপরিশোধিত তেল ক্রয় চালু রাখতে হবে। ইউরোপের ব্যাংকগুলোকে ইরানের ব্যবসা-বাণিজ্যের ‘নিরাপত্তা প্রহরী’ হিসেবে কাজ করতে হবে। ইরান আঞ্চলিকভাবে যে ব্যালাস্টিক মিসাইল কার্যক্রম পরিচালনা করছে, তা নিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি কোনো আলোচনা দাবি করতে পারবে না। বিবিসি।

 

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২৫, ২০১৮ ৫:০৮ অপরাহ্ণ