আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর কোরিয়ার পরিণতি লিবিয়ার মতো হতে পারে’-মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছে পিয়ংইয়ং।
পেন্সের মন্তব্যকে ‘কাণ্ডজ্ঞানহীন’ অ্যাখ্যা দিয়ে উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই বলেন, উত্তর কোরিয়াকে লিবিয়া ভাববেন না। কেননা উত্তর কোরিয়া একটি পরমাণু অস্ত্রধারী দেশ। আর লিবিয়া কেবলমাত্র কয়েকটি যন্ত্র স্থাপন করে সেগুলো নিয়ে নাড়াচাড়া করছিল। সাহস থাকলে পরমাণু যুদ্ধে নেমে শক্তির পরীক্ষা করুন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত একটি কলামে এসব কথা বলেন তিনি।
সন হুই বলেন, উত্তর কোরিয়া একটি পরমাণু অস্ত্রধারী দেশ। আর লিবিয়া কেবলমাত্র কয়েকটি যন্ত্র স্থাপন করে সেগুলো নিয়ে নাড়াচাড়া করছিল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পিয়ংইয়ং ‘হাত পেতে বসে নেই’ উল্লেখ করে সন হুই বলেন, পিওইয়ং আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে ‘অনুনয়’ করবে না, এবং কূটনীতিক পদক্ষেপ ব্যর্থ হলে পরমাণু মহড়া চালাবে।
চো সন-হুই গত দশকে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার কয়েকটি কূটনৈতিক আদানপ্রদানের সাথে যুক্ত ছিলেন।
পেন্সকে একজন ‘রাজনৈতিক নির্বোধ’ অভিহিত করে হুই বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিষয়ে সংশ্লিষ্ট থাকা একজন ব্যক্তি হিসেবে, আমি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের মুখ থেকে এমন আহাম্মকি বক্তব্য বের হওয়ায় বিস্মিত’।
পেন্সের আরো সমালোচনা করে তিনি বলেন, আহাম্মক পেন্সের মন্তব্যের কারণেই জুনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের সম্ভাব্য বৈঠক ভেস্তে যাওয়ার পথে।
আগামী জুন ১২ তারিখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
দৈনিক দেশজনতা/এন এইচ