স্পোর্টস ডেস্ক:
আগামী ৩ জুন থেকে ভারতের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ টি-২০ সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজকে সামনে রেখে এরই মধ্যে জোর অনুশীলন শুরু করেছে টাইগাররা। ক’দিন আগেই ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি।
তবে সবচেয়ে ব্ড় খবর হলো- আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও প্রধান কোচের ভূমিকায় থাকবেন কোর্টনি ওয়ালশ। এরইমধ্যে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন এই ক্যারিবিয় কিংবদন্তি।
সম্প্রতি নিদাহাস ট্রফিতে ওয়ালশের অধীনেই প্রত্যাশিত পারফর্ম করেছে ক্রিকেটাররা। তাই ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে তার ওপরই আস্থা রাখতে চাইছে বোর্ড।
ছুটি কাটিয়ে গত মঙ্গলবার রাতে ঢাকায় ফিরেছেন ওয়ালশ। স্কিল অনুশীলনের দ্বিতীয় দিনেই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারায় খুশি ক্রিকেটাররা।
অফ-স্পিনার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘এখন দলের সঙ্গে কোচ ওয়ালশ যোগ দিয়েছেন। যে ক’দিন আছে এরমধ্যেই আমরা হয়তো পুরোপুরি অনুশীলন সেরে নিতে পারব।’
এদিকে নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর দারুণ উচ্ছ্বসিত ও আত্মবিশ্বাসী সোহেল ইসলাম। তিনি ছেলেদের নিয়ে সন্তুষ্টও। বলেন, ‘ছেলেরা ফিল্ডিং অনুশীলনে ভালো করছে। সব ঠিকঠাকই চলছে।’
উল্লেখ্য, আগামী ৩ জুন সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫ এবং ৭ জুন অনুষ্ঠিত হবে শেষ দুটি ম্যাচ। তিনটি ম্যাচই রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
দৈনিক দেশজনতা/এন এইচ