২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:০২

ফাইনালের আগে দুই দলের মধ্যে চাপ বাড়ছে

স্পোর্টস ডেস্ক

মাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলেছেন, জুভেন্তাসের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল রেকর্ড নিয়ে এতোটুকু চিন্তিত নন তারা। অতীত নিয়ে ভাবতে গেলেই আলাদা একটা চাপ চলে আসতে পারে। বাড়তি সেই চাপকে দূরে সরিয়ে রাখতেই জুভেন্তাস কোচের অতীত নিয়ে ঘাটাঘাটি না করার পথে হাঁটা। শুধু অতীত ভাবনাকে দূরে সরিয়ে রাখা নয়, দলকে চাপ মুক্ত রাখতে কার্ডিফের ফাইনাল নিয়েও খুব বেশি না ভাবতে শিষ্যদের প্রতি আহ্বান জানিয়ে রেখেছেন জুভেন্তাস কোচ। আজ শনিবার রাতেই কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। তার আগে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের কণ্ঠেও একই সুর। চাপকে দূরে সরিয়ে রাখতে চাইছেন জিদান। বলেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার প্রশ্নে বাড়তি কোনো চাপ নিচ্ছেন না তারা।

২০১৪ সালের পর ২০১৬ সালেও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে রিয়াল। শনিবার তাই মাদ্রিদের ‘রাজা’দের জন্য শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ মানেই বাড়তি চাপ। কিন্তু জিদান কোনোভাবেই ফাইনালটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে রাজি নন। তার কাছে কার্ডিফের ফাইনালটি আর দশটা ম্যাচের মতো কেবলই একটা ম্যাচ। কার্ডিফের ম্যাচটার বিশেষত্ব্ব শুধু এই, এই ম্যাচে জিতলে মিলবে ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট। জিদানের তাই পরিস্কার অভিব্যক্তি, ‘না, কোনো চাপ নেই। আমার মনে হয়, রিয়াল মাদ্রিদ জানে চাপকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়।’

খেলোয়াড় জীবনেও কার্ডিফের ফাইনালের মতো অনেক বড় বড় ম্যাচে মুখোমুখি হয়েছেন জিদান। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল তো বটেই; দুদুবার খেলেছেন বিশ্বকাপের ফাইনালে। জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপাও। বড় ম্যাচের চাপ কী জিনিস, সেটা তাই খুব ভালো করেই জানা জিদানের। তিনি ভালো করেই জানেন সেই চাপকে কীভাবে ধমিয়ে রাখা যায়। নিজের সেই অভিজ্ঞতা থেকেই বলছেন, ‘আমি সব সময়ই এই চাপের মধ্যেই জীবন কাটিয়েছি। খেলোয়াড় হিসেবে এই চাপের মুখোমুখি হয়েছি। এখন কোচ হিসেবেও হচ্ছি। কাজেই এটা কোনো ব্যাপার না।’

প্রতিটা ম্যাচের আগেই প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করতে মনস্তাত্ত্বিক লড়াইয়ে নামে দলগুলো। কার্ডিফের ফাইনালের আগেও সেই লড়াইটা হচ্ছে। প্রতিপক্ষকে চাপে রাখতেই কিনা কোচ অ্যালেগ্রি, অধিনায়ক গোলরক্ষক জিয়ানলুইজি বুফন, ডিফেন্ডার দানি আলভেজসহ জুভেন্তাস শিবিরের অনেকেই কার্ডিফের ফাইনালে রিয়ালকে ফেবারিট বলে আখ্যায়িত করেছেন। কিন্তু জিদান তা মানতে নারাজ। জুভেন্তাসের সাবেক খেলোয়াড় বরং ফাইনালটাকে বলছেন ৫০-৫০, ‘আপনি অবশ্যই এই ক্লাবকে জানেন। এটাও হয়তো জানেন, সবাই রিয়ালকে ফেবারিট বলছে। কিন্তু ফুটবলে ফেবারিট বলে কিছু নেই। ফাইনালে ফেবারিট বলে কিছু নেই। একটা ফুটবল ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে।’ নিজের তো নয়ই, জুভেন্তাসকেও ফেবারিট মানছেন না তিনি, ‘সত্যি বলতে আমরা ফেবারিট নই। আমার মনে হয় জুভেন্তাসও ফেবারিট নয়। ম্যাচে দুই দলের জন্যই ৫০-৫০ সুযোগ থাকবে। তবে জয়ের জন্য আমরা সম্ভাব্য সবকিছু করতেই সেখানে যাব।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৩, ২০১৭ ১২:৩০ অপরাহ্ণ