১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৫

ছাত্রলীগের তিন নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষককে গুলি করে হত্যার হুমকি দেয়ার অভিযোগে তিন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

 বিজ্ঞপ্তিতে জানানো যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজ রাজ্জাক অনিককে বহিষ্কার করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নূরে রাব্বি মোরাদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক নয়ন মণ্ডলকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব জানান, যারা ছাত্রলীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে, দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে ছাত্রলীগ তাদের কখনো প্রশ্রয় দেয় না।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৩, ২০১৭ ১২:২৯ অপরাহ্ণ