১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

শুক্রবার তাজিনের কুলখানি

বিনোদন ডেস্ক:

চিরনিন্দ্রায় শায়িত হলেন তাজিন আহমেদ। রাজধানীর বনানী কবরস্থানে বাবা কামাল উদ্দিন আহমেদের কবরেই বুধবার তাকে সমাহিত করা হল।আগামীকাল শুক্রবার বিকালে তাজিন আহমেদ স্মরণে একটি সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছে অভিনয় শিল্পী সংঘ। শিল্পী সংঘের নিকেতনের অফিসে এই স্মরণসভা অনুষ্ঠিতে হবে বলে জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

বুধবার দুপুরে বনানী কবরস্থানে তাজিনকে চিরবিদায় জানানোর পর নাসিম উপস্থিত শিল্পীদের তাজিনের স্মরণসভায় আসার অনুরোধ করেন। আহসান হাবিব নাসিম বলেন, এখানে যারা উপস্থিত নেই, তাদের আপনারা জানিয়ে দেবেন। আমরা সবাই মিলে তাজিন আহমেদকে স্মরণ করবো শুক্রবার বিকালে।

গত মঙ্গলবার সকাল ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হন তাজিন আহমেদ। পরে তাকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফসাপোর্ট দেয়া হয়। অবশেষে বিকাল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৪, ২০১৮ ১০:৪৬ পূর্বাহ্ণ