স্পোর্টস ডেস্ক:
নেইমার ডি সিলভা পাড়ি জমাচ্ছেন রিয়াল মাদ্রিদে, এমন গুঞ্জনে শেষ দুমাস ধরে বেশ ভারী ক্লাব ফুটবলের বাতাস। এবার মাদ্রিদের সবচেয়ে বড় তারকাই মুখ খুললেন সেই নেইমার গুজব নিয়ে। ক্রিস্টিয়ানো রোনালদো উড়িয়ে দিয়েছেন এমন সম্ভাবনা।
গত বছর আগস্টে রেকর্ড ট্রান্সফার ফিতে (২২২ মিলিয়ন ইউরো) বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) চলে যান নেইমার। কিন্তু তাঁর দলকে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হয়, নিজেও পায়ের পাতার হাড় ভেঙ্গে পড়েছেন চোটে।
বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠছেন নেইমার, এর সঙ্গে বাড়ছে তাঁর স্যান্টিয়াগো বার্নাব্যুকে ‘ঘর’ বানানোর গুঞ্জন। আর এই গুজবটাই একদম উড়িয়ে দিলেন রোনালদো।
পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী এই পর্তুগীজের মতে এমন অনেক গুঞ্জনই শোনা যায় কিন্তু শেষ পর্যন্ত খেলোয়াড়দের আর মাদ্রিদের ড্রেসিংরুমে দেখা যায়না।
স্প্যানিশ একটি টিভি শোতে রোনালদো বলেছেন, ‘রিয়াল মাদ্রিদে ফুটবলার আসার কথা সব সময় চলতেই থাকে। এখানে যে আট বছর ধরে আসছি আমি সব সময়ই শুনে এসেছি প্রায় ৫০ জন খেলোয়াড়ের কথা যারা যোগ দিতে পারে। কিন্তু শেষমেশ আর কেউই আসেনি।’
দৈনিক দেশজনতা/ টি এইচ