১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

সাপলেজা ইউনিয়নে চারটি বেইলি ব্রিজ এখন মরণফাঁদ

নিজস্ব প্রতিবেদক:
মঠবাড়িয়া-সাপলেজা-বাবুরহাট সড়কের সাপলেজা ইউনিয়ন অংশে চারটি বেইলি ব্রিজ মরণফাঁদে পরিনত হয়েছে। উপকূলীয় দুই উপজেলার সড়কপথের যাতায়াতে চার ব্রিজ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে।
গত তিন মাস আগে সড়কের সাপলেজা আবাসন সংলগ্ন এলাকার সেতুর পাটাতনের স্লিপার পাত খালে খসে পড়ে সেতুতে বড় বড় খাদের সৃষ্টি হয়। ফলে যাতায়াতের কোনো বিকল্প পথ না থাকায় নাজুক সেতু দিয়ে প্রতিদিন দুই উপজেলার কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রতিদিন ওই চলাচল অনুপযোগী সেতু দিয়ে চলতে গিয়ে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, মাহিন্দ্রাহ রিকশা ও ভ্যান প্রায়ই দুর্ঘটনার শিকার হয়।
জানা গেছে, মঠবাড়িয়া-সাপলেজা-বাবুরহাট ও মত্স্য আবতরণ কেন্দ্র পাথরঘাটার চরদুয়ানী সড়কে ১৯৮৮ সালে নির্মাণ করা হয় এসব বেইলী সেতু। একটি থেকে আরেকটি সেতুর দূরত্ব প্রায় তিনশ ফুট। ১৮ কি.মি সড়কে চারটি বেইলি সেতু রয়েছে। সেতুগুলোর স্থায়িত নির্মাণ পরবর্তী ১০ বছর হলেও এ গুলো স্থায়িত্বের প্রায় তিনগুণ সময় অতিক্রম করেছে। তিন-পাঁচবছর পর পর সংস্কারের কথা থাকলেও নির্মাণের পর আর সংস্কার হয়নি। ফলে এ সড়কের সাপলেজা আবাসন সংলগ্ন দুটি সেতু, তাফালবাড়িয়া ৯২নম্বর সরকারি প্রথমিক বিদ্যালয় সংলগ্ন সেতু ও চরকগাছিয়া বটতলার এ চার বেইলী সেতুর স্লিপার পাত মরিচা ধরে ধসে পড়ার উপক্রম।
স্থানীয় জাকির হোসেন মৃধা জনান, দুই উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন সহস্রাধিক শিক্ষার্থীসহ প্রায় কয়েক হাজার মানুষ এ পথ দিয়ে প্রতিদিন চলাচল করে। গত তিন মাস ধরে সেতুর পাটাতনের স্লিপার পাত খসে বড় বড় খাদ সৃষ্টি হয়ে বিপদজনক অবস্থায় থাকলেও এলজিইডি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সাপলেজা ইউপি চেয়ারম্যান মো. মিরাজ মিয়া জানান, চারটি সেতুর নাজুক অবস্থার কারণে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল তিনমাস ধরে বন্ধ রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম জানান, ঝুঁকিপূর্ণ চার বেইলী সেতুর কারণে জনগণ দুর্ভোগের স্বীকার হচ্ছে। এই সড়কের পাশাপাশি চারটি বেইলী সেতু সংস্কারের জন্য ১৪ লাখ টাকা ব্যয় ধরে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এন এইচ

প্রকাশ :মে ২৩, ২০১৮ ৪:৫৯ অপরাহ্ণ