স্পোর্টস ডেস্ক:
আইপিএলে এলিমিনেটর ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে। আজকের ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই। কারণ যারাই হারবে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে।
আজকে যে দল জিতবে তারা খেলবে প্রথম কোয়ালিফায়ারের হেরে যাওয়া দলের সাথে। অর্থাৎ জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।
গতকাল প্রথম কোয়ালিফায়ারে ধোনির চেন্নাইয়ের কাছে হারে সাকিবরা। ফাইনালের টিকেট পাওয়ার আরো একটি সুযোগ পাচ্ছে তারা। তবে আজকের হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে।
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

