১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৯

ব্যক্তিগত কারণে চলচ্চিত্রটি করছি না:বাঁধন

বিনোদন ডেস্ক:

অনেকদিন পর আবারো অভিনয়ে সরব হয়ে চলচ্চিত্রে অভিনয়ের চুক্তিবদ্ধ হন আজমেরি হক বাঁধন। জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ ছবিতে অভিনয়ের কথা ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত আর করা হচ্ছে না ছবিটি।
গতকাল মঙ্গলবার ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের ভেরিফায়েড পেজ থেকে জানিয়ে দেওয়া হয় ‘দহন’ সিনেমাটিতে আর অভিনয় করছেন না এ অভিনেত্রী। তার জায়গায় নেওয়া হবে অন্য কাউকে।
এ বিষয়ে বাঁধন বলেন, ‘ব্যক্তিগত কারণে চলচ্চিত্রটি করছি না। সময় পেছানোর কারণে এই সমস্যা হলো।’
প্রকাশ :মে ২৩, ২০১৮ ১২:৫৩ অপরাহ্ণ