নিজস্ব প্রতিবেদক:
মাদকের একটি মামলায় মুগদা থানা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আখতারুজ্জামানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান আসামি আখতারুজ্জামানকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নথি থেকে জানা যায়, গতকাল সোমবার বিকেলে ৫২টি ইয়াবা বড়িসহ আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় মুগদা থানার এসআই ওমর ফারুক আক্তারুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে তাঁকে আজ আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ।
ওই আবেদনে বলা হয়, অভিযানের সময় আক্তারুজ্জামানের দেহ তল্লাশি করে তাঁর প্যান্টের ডান পকেট থেকে ৫২টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। আক্তারুজ্জামান দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করছেন বলে স্বীকার করেন।
আজ আদালতে আসামি আক্তারুজ্জামানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
দৈনিক দেশজনতা/ টি এইচ