১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৫

প্রবৃদ্ধি অব্যাহত রাখতে নতুন বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক:

দেশের শিল্প খাতের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে হলে বিনিয়োগের নতুন ও সম্ভাবনাময় খাত খুঁজে বের করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, প্রাকৃতিক সম্পদ আহরণে বিদেশি বিনিয়োগের একটি চমৎকার ক্ষেত্র তৈরি হয়েছে। তিনি এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাদের পাশাপাশি সরকারের প্রতিও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন।

আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৬’ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

আবদুল হামিদ বলেন, শিল্পায়নের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বেসরকারি খাতের বিকাশের কোনো বিকল্প নেই। তিনি বলেন, দেশে বেসরকারি খাত যত বেশি শক্তিশালী হবে, শিল্পায়নের ধারা তত বেশি বেগবান হবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নের লক্ষ্য অর্জনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, সরকার দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে। এর মাধ্যমে এক কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ৪০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্য অর্জনে রপ্তানির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে।

কর রেয়াতসহ বিনিয়োগে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়ায় দেশের শিল্প খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ছে। বাংলাদেশের বিশাল সমুদ্র সম্পদের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সমুদ্র সীমায় বিপুল পরিমাণ মাছ, সামুদ্রিক, খাদ্য, তেল, গ্যাসসহ প্রাকৃতিক সম্পদ রয়েছে। এটি দেশে ব্লু-ইকোনমি সম্প্রসারণে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে অর্থনীতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ৬ ক্যাটাগরিতে ১৩টি শিল্প ইউনিটকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ্, পুরস্কার বিজয়ী মনির হোসেন বক্তব্য দেন।

বাসস।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২২, ২০১৮ ৮:৩৯ অপরাহ্ণ