১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২০

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আফগানে গাড়ি বোমা বিস্ফোরণে ছয়জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে।

কান্দাহার প্রদেশের গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদীর বরাত দিয়ে আলজাজিরা জানায়, শহরের প্রধান মার্কেটের সামনে মেকানিকের দোকানের কাছে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, যেহেতু মেকানিকসের দোকান আবাসিক এলাকার কাছে রয়েছে। নিহতরা সবাই বেসামরিক লোক।

কান্দাহারের মিরওয়ার্স হাসপাতালের প্রধান নেয়ামুতুল্লাহ বারাক বলেন, চিকিৎসার জন্য বেশ কয়েকজন আহত শিশুদের হাসপাতালে আনা হয়েছে।

দৈনিক দেশজন /এন আর

 

প্রকাশ :মে ২২, ২০১৮ ৯:০১ অপরাহ্ণ