১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৯

নাটক ঘুমবাবু’র পর এবার ‘ঘামবাবু

বিনোদন ডেস্ক:

২০১৪ সালে ‘ঘুমবাবু’ নামের একটি কমেডি নাটক নির্মাণ করেছিলেন নাট্য নির্মাতা সহিদ উন নবী। যেটিতে ঘুমবাবুর চরিত্রে দেখা গিয়েছিল দেশসেরা অভিনেতা মোশাররফ করিমকে। তার বিপরীতে ডাক্তারের ভূমিকায় ছিলেন অভিনেত্রী ফারাহ রুমা। দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সে নাটকটি।

চার বছর বাদে সহিদ উন নবী এবার পর্দায় আনছেন ঘামবাবুকে। হ্যা, নাটকের নাম ‘ঘামবাবু’। পরিচালক এক থাকলেও এবার পাল্টে গেছে নাটকের পাত্র-পাত্রী। ‘ঘামবাবু’-তে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাট্য জগতের আরেক জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নাটকে ভাবনার চরিত্রটির নাম নোভেরা।

টম ক্রিয়েশনের প্রয়োজনা এবং ফিস আই ফিল্মসের ব্যানারে ‘ঘুমবাবু’ পরিচালনার পাশাপাশি এটির গল্পও জনপ্রিয় নির্মাতা সহিদ উন নবীর। রচনা করেছেন আবীর ফেরদৌস। যেখানে সাব্বির ও ভাবনা ছাড়াও রয়েছেন সাজ্জাদ রেজাসহ অনেকে। একটি বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে অভিনেতা আজাদকে।

নাটকটি প্রসঙ্গে অভিনেতা মীর সাব্বিরের বক্তব্য, ‘এবারের ঈদে একটু বেছে বেছে ভালো গল্পের নাটকে কাজ করার চেষ্টা করছি। সেগুলোর মধ্যে ‘ঘামবাবু’ অন্যতম। এই নাটকটি দর্শকের কাছে দারুণ উপভোগ্য হবে বলে মনে করি। কেননা, নাটকের গল্পটা একেবারেই ব্যতিক্রম।’

অন্যদিকে অভিনেত্রী ভাবনা বলছেন, ‘সাব্বির ভাইয়ের সঙ্গে অভিনয় করাটা সব সময়ই ভীষণ উপভোগ করি। মজা করতে করতেই আমাদের শুটিং শেষ হয়ে যায়। ‘ঘামবাবু’ নাটকের গল্পটা আমাকে মুগ্ধ করেছে। আশা করছি, দর্শকদেরও মুগ্ধ করবে।’

সহিদ উন নবী পরিচালিত ‘ঘামবাবু’ প্রচারিত হবে আসছে ঈদুল ফিতরে। নাটকটি দীপ্ত টিভিতে দেখানোর কথা রয়েছে। এখন শুধু দেখার অপেক্ষা, মোশররফ করিমের ‘ঘুমবাবু’র পর মীর সাব্বিরের ‘ঘামবাবু’ এবারের ঈদে দর্শকদের কতটা আনন্দ দিতে পারে।

দৈনিক দেশজন /এন এইচ

প্রকাশ :মে ২২, ২০১৮ ৩:৫৪ অপরাহ্ণ