১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১০

কুমিল্লায় ৬ তলা ভবনে আগুন

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় একটি ৬ তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার রাত সাড়ে ৮টায় বাগিচাগাঁওয়ের বাবুল ভূঁইয়ার মালিকাধীন ওই ভবনের ৬ষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। বাবুল ভুইয়ার দাবি, আগুনে ওই ফ্ল্যাটের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ৬ তলার ফ্ল্যাটটির মূল্যবান আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলমগীর হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথেই তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। নাহলে আগুনের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তো। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মে ২২, ২০১৮ ১০:০১ পূর্বাহ্ণ