২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫৪

সন্ধ্যায় মাঠে নামবে সাকিবদের হায়দ্রাবাদ

স্পোর্টস ডেস্ক:      

বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের আগেও আইপিএলের ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। পেয়েছেন শিরোপায় চুমু খাওয়ার স্বাদ। তবে এবার খেলছেন নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। নতুন দলের হয়েও স্বপ্নের ফাইনালের কাছাকাছি চলে এসেছেন সাকিব। ফাইনালের পথে বাধা চেন্নাই সুপার কিংস। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার রাতে মহেন্দ্র সিং ধোনির দলকে হারাতে পারলেই রোববারের টিকিট নিশ্চিত হয়ে যাবে সাকিবদের। তবে হারলেও সম্ভাবনা থেকে যাবে। সেক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিততে হবে তাদের। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে খেলাটি।

আইপিএলের চলতি আসরের শুরুতেই ধাক্কা খেয়েছিল হায়দ্রাবাদ। বল ট্যাম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে দলটির নিয়মিত অধিনায়ককে ১২ মাসের জন্য নির্বাসিত হতে হয়েছে ক্রিকেট থেকে। ফলে হায়দ্রাবাদের দায়িত্ব পড়ে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের ওপর। এছাড়া দলটি এবার টুর্নামেন্টের সবচেয় ব্যালেন্স দল। বিশেষ করে সাকিব-রশিদ খানে সাজানো স্পিন জুটি এবারকার আসরের সবচেয়ে কার্যকারী স্পিনিং আক্রমণ। প্রথম থেকেই দলটি ছিল ধারাবাহিক। রবিন রাউন্ডের ১৪ ম্যাচে জিতেছে ৯টিতে। প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে প্লে-অফ। তবে আজকের ম্যাচে অনেকটাই সতর্ক থাকতে হবে হায়দ্রাবাদকে। কারণ চলতি আসরের দুই দেখাতেই ধোনির দলের কাছে হেরেছে তারা। প্রথম ম্যাচে ৪ রানে ও দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হেরেছে হায়দ্রাবাদ।

অন্যদিকে সমান সংখ্যক জয় নিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে চেন্নাই। ধোনির নেতৃত্বাধীন চেন্নাইর ধারাবাহিকতাও ঈর্ষণীয়। শেন ওয়াটসন, ফ্যাফ ডু প্লেসি, আম্বাতি রাইডু ও ধোনি নিজে আছেন দারুণ ফর্মে। আইপিএলের ইতিহাসের অন্যতম সফল দলও চেন্নাই। টুর্নামেন্টের ১১ আসরের মধ্যে ৬ বারই ফাইনালে উঠেছে দলটি। এর মধ্যে শিরোপা জিতেছে ২ বার। এছাড়া চলতি আসরে দুইবার সাকিবদের হারিয়েছে তারা। সব মিলিয়ে আজকের ম্যাচে মনস্তাত্ত্বিক ভাবে অনেকটাই এগিয়ে থাকবে চেন্নাই।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২২, ২০১৮ ১০:১০ পূর্বাহ্ণ