আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অবরোধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর আল জাজিরার। সোমবার যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের উদ্দেশে এক বক্তব্যে তিনি এ হুমকি দেন।
২০১৫ সালে ইরান ও বিশ্বের প্রভাবশালী ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষর হওয়া পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার কয়েক দিনের মধ্যে তিনি এ হুমকি দিলেন। তিনি বলেন, ইরান যদি তার কার্যক্রমে কোনো পরিবর্তন না আনে তাহলে অপ্রতিরোধ্য অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে।
ট্রাম্প প্রশাসন কর্তৃক যাচাই-বাছাই করার পর নতুন পরমাণু চুক্তির প্রস্তাব করা হবে জানিয়েছে তিনি বলেন, নতুন চুক্তিতে ইরানের চাহিদা পূরণ করা হবে। কিন্তু ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে।
দৈনিকদেশজনতা/ আই সি