স্পোর্টস ডেস্ক:
দিল্লি ডেয়ারডেভিলসের চলতি আইপিএলে প্লে-অফ খেলার আশা অনেক আগেই শেষ হয়ে গেছে। শেষ ম্যাচে ঘরের মাঠে তারা মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। দিল্লিকে রোববার এই ম্যাচে হারালেই নিশ্চিত হবে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের দলের প্লে-অফ। এমন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করে দিল্লি। প্লে-অফ নিশ্চিত করতে এখন মুম্বাইয়ের প্রয়োজন ২০ ওভারে ১৭৫ রান। সাত ম্যাচ বিরতির পর এই খেলায় ফিরেছিলেন মোস্তাফিজ। তবে বল হাতে তিনি হতাশই করেছেন।
এদিন বল হাতে মোস্তাফিজের শুরুটা ভালোই হয়েছিল। প্রথম দুই ওভারে তিনি দিয়েছিলেন ১০ রান। তবে পরের দুই ওভারে তিনি দেন আরো ২৪ রান। মোট ৩৪ রান দিয়েও উইকেটশূন্য থাকেন তিনি। মুম্বাইয়ের হয়ে একটি করে উইকেট পেয়েছেন ক্রুনাল পান্ডিয়া, জসপ্রিত বুমরা ও মায়াঙ্ক মারকান্দে।
দৈনিক দেশজন /এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

