১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩

মাদকের সরবরাহকারীদের বিরুদ্ধে অভিযান চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

মাদকের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সমানতালে মাদক সেবক ও সরবরাহকারীদের বিরুদ্ধে অভিযান চলবে। রোববার দুপুরে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ শীর্ষক র‌্যাবের দেশব্যাপী সচেতনতা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা ঘোষণা করেছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ মেধা ও প্রজন্মকে রক্ষা করতে মাদকের বিরদ্ধে সবাইকে সোচ্চার হতেই হবে।

দেশজুড়ে মাদকের বর্তমান পরিস্থিতির জন্য তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ-র‍্যাব সর্বত্র অভিযান পরিচালনা করছে এবং এটা সবসময় চলবে। জঙ্গি-সন্ত্রাসীদের মতো মাদক ব্যবসায়ী এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। তার জন্য প্রয়োজন জনসচেতনতা। মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সর্বত্র প্রচারণাসহ যা যা করা দরকার সবকিছু করা হবে। জনগণকে সম্পৃক্ত করে যে কোনো মূল্যে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সচেতনতামূলক কার্যক্রমের অংশ নিয়ে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, দেশব্যাপী ১০ লাখ পোস্টার-লিফলেট বিতরণ করা হচ্ছে। ১৯৭১ সালের পর আমরা বিভিন্ন কাজে ঐক্যবদ্ধ যুদ্ধে বিজয়ী হয়েছি। এখন মাদকের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে হবে। এবং আমরা বিজয়ী হবোই।

মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, মাদকের খুচরা বিক্রেতা থেকে শুরু করে ডিলার সে যেই হোক, তাকে এ পেশা ছাড়তে হবে। কেউ আমাদের অপারেশনের বাইরে নয়। মাদকের শিকড়-বাকড়সহ তুলে নিয়ে আসবো।

মাদকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেনজীর বলেন, তাদের হাত থেকে আইনের হাত অনেক বড়। দেশবাসী ঐক্যবদ্ধ হলে যে কোনো অপশক্তি পরাজিত করার ক্ষমতা আমাদের আছে।

দৈনিক দেশজন /এন এইচ

প্রকাশ :মে ২০, ২০১৮ ৭:২৮ অপরাহ্ণ