১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

বাগেরহাট-৩ আসনে আ. লীগের মনোনয়ন নিলেন খালেকের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাট-৩ (রামপাল, মোংলা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন খুলনার সদ্য নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার খালেক।

রবিবার (২০ মে) দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে খালেকের স্ত্রী ফরম সংগ্রহ করেন।

এ সময় খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে খালেকের বিজয়ের মধ্য দিয়ে বাগেরহাট-৩ (রামপাল, মোংলা) আসনটি শূন্য হয়ে যায়। ফলে শূন্য আসনটিতে গত ১৬ মে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী আগামী ২৬ জুন এই আসনের উপনির্বাচনের ভোট অনুষ্ঠানের কথা রয়েছে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২০, ২০১৮ ৭:১৮ অপরাহ্ণ