১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

ঢাবি ছাত্রীকে হয়রানি: শাহবাগে চার বাস আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে একটি বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে লাঞ্ছনার ঘটনায় রাস্তা থেকে ট্রাস্ট পরিবহনের চারটি বাস আটক করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রবিবার (২০মে) শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় বাসগুলো আটকের পর একটি শাহবাগ থানায় অপর তিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের সড়কে ওই বাসগুলো আটকে রাখা হয়।

শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার (১৭ মে)বিকাল পাঁচটার দিকে রাজধানীর কারওয়ান বাজারের মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের এক ছাত্রীকে ট্রাস্ট পরিবহনের একটি বাসের হেলপার যৌন হয়রানি করেন এবং আজেবাজে কথা বলে হুমকি দেন। এর প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ওই পরিবহনের চারটি বাস ক্যাম্পাসে আটকে রেখেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, শিক্ষার্থীরা কয়েকটি বাস আটকে রেখেছে। তবে কে যৌন হয়রানি করেছে তা জানা যায়নি। বাস কর্তৃপক্ষ আসছে। ওই মেয়েকে (ঢাবি ছাত্রী) আসতে বলা হয়েছে। তিনি বিস্তারিত অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।

এসব বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমরা শিক্ষার্থীদের অভিযোগ শুনেছি। এরই মধ্যে শাহবাগ থানাকে জানিয়েছি। তারাও বিষয়টি দেখছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাওন বলেন, আমরা ট্রাস্ট এর চারটি বাস আটকে রাখার পরে মালিক পক্ষের লোকজন শাহবাগ থানায় এসেছে। তারা কথা বলছে দেখা যাক কী হয়। তবে আমরা দ্রুত অভিযুক্ত বাসের চালকের সহকারীর বিচার দাবি করব।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২০, ২০১৮ ৫:৫০ অপরাহ্ণ