২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:০৪

নিউ মার্কেটের ৮ ফাস্টফুড দোকানকে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিপণী বিতান নিউমার্কেটের ৮টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে পচা ফ্রাইড রাইস, পচা মাংস, নুডুলস, ফ্রেঞ্চ ফ্রাই, আম, আপেল, সস, পচা চিংড়ির সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ৮টি ফাস্টফুড দোকানকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠান থেকে ৮ জনকে আটক করা হয়েছে।

রবিবার (২০ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করে।

অভিযান শেষে ব্রিফিংকালে ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মসিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘নিউ মার্কেটের ৯টি রেস্টুরেন্টের মধ্যে ৮টিতেই বিভিন্ন অব্যবস্থাপনা দেখা গেছে। বিশেষ করে ক্রেতাদের কাছে বিক্রির জন্য রাখা আম, আপেল, সস, চিংড়ি সবই পচা ছিল। এছাড়া বিভিন্ন মাংস, ফ্রাইড রাইস, নুডুলস, ফ্রেঞ্চ ফ্রাইও ছিল পচা-বাসি।’

অভিযানে ডিএমপি পুলিশের পক্ষে এসি ডিবি (দক্ষিণ) শামসুল আরেফিন ও ট্রাফিক ইন্সপেক্টর মো. গিয়াসউদ্দিন ফারুকী নেতৃত্ব দেন।

এছাড়া মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহিন ও কোষাধ্যক্ষ মো. জুম্মন এ সময় উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২০, ২০১৮ ৫:৩৫ অপরাহ্ণ