১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২

২৪ মে পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট স্লো থাকবে

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

আগামী ২৪ মে পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি অর্ধেক থাকবে। আর এই ধীরগতির কারণে পিসিতে ইন্টারনেট ব্যবহারকারীরা কিছুটা সমস্যায় পড়লেও মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য খুব বেশি ভোগান্তি হবে না।

বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪-এর মেরামত কাজ শুরু হওয়া এবং ব্যাকআপ থাকা ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি)-লিংক ডাউন হওয়ায় ব্যবহারকারীদের এই সমস্যা থাকবে।

রবিবার (২০ মে) দুপুর থেকে হঠাৎ করে ব্যাকআপ কেবল ডাউন থাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট কার্যত অচল হয়ে পড়েছে বলে  জানিয়েছেন দেশের ইন্টারনেট সেবাদাতা সংগঠন আইএসপিএবি-এর সাধারণ সম্পাদক ইমদাদুল হক।

তিনি বলেন, ‘এখন দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সি-মি-উই-৫ ব্যাকআপ ব্যান্ডউইথ সরবরাহ করায় সীমিত আকারে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। সাবমেরিন ক্যাবল সি-মি-ইউ-৪-এর মেরামত কাজ শেষ হবে ২৪ মে। এ সময় পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকবে।’

তবে আইটিসির লিংকগুলো সচল হয়ে গেলে ইন্টারনেটের গতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলেও আশার কথা জানান এই ব্যবসায়ী নেতা।

ইমদাদুল হক জানান, বাংলাদেশের বেনাপোল অংশে আইটিসিগুলোর মাস্ট-এ কারিগরি জটিলতা হওয়ায় ভারত থেকে ৬টি আইটিসি-এর মাধ্যমে দেশে ব্যান্ডউইথ আসতে পারছে না। মেরামত কাজ শুরু হয়েছে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২০, ২০১৮ ৫:২২ অপরাহ্ণ