নিজস্ব প্রতিবেদক:
মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি এবং প্রতি কেজি গরুর মাংসে বাজারদর থেকে ১০০ টাকা বেশি রাখার অপরাধে রাজধানীর বনানীর ‘স্বপ্ন সুপার শপ’কে ১০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র্যাব-১ এই অভিযান পরিচালনা করে।
তিনি বলেন, এছাড়া আউটলেটটিতে মেয়াদোত্তীর্ণ পচনশীল খাবার বিক্রি করা হচ্ছিল। এর মধ্যে পিৎজাসহ বিভিন্ন ফাস্টফুড তৈরির উপকরণও রয়েছে। এসব পণ্যের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেলেও প্রতিষ্ঠানটি ইমপোর্টারদের কাছ থেকে কেনা পণ্যের তারিখ উঠিয়ে সেখানে নতুন তারিখ বসিয়ে বিক্রি করছিল।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করে তাদের ১৫ দিনের সময় দেয়া হয়েছে। এসময়ের মধ্যে সব অব্যবস্থাপনা ঠিক না হলে তাদের আবারো জরিমানা করা হবে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি জব্দ করা মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো নষ্ট করা হয়েছে।
দৈনিক দেশজন /এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

