আন্তর্জাতিক ডেস্ক:
গত সোমবার গাজা সীমান্তে বিক্ষোভ কর্মসূচি চলাকালে ইসরাইলি সেনাদের গুলিতে আহতদের মধ্যে তিন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধু সোমবারের সহিংসতায় নিহতের সংখ্যা ৬৫ জনে পৌঁছল। ওই দিনই মারা যায় ৬২ জন।
প্রসঙ্গত, গত ৩০ মার্চ থেকে ভূমি দিবস উপলক্ষে ছয় সপ্তাহব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি শুরু করে ফিলিস্তিনিরা। গত ১৫ মে ওই কর্মসূচি শেষ হয়। শুরু থেকেই শান্তিপূর্ণ এ কর্মসূচিতে সহিংসতা চালিয়ে আসছিল ইসরাইলি সেনারা।
এরই ধারাবাহিকতায় সোমবার সহিংসতায় নতুন মাত্রা যোগ করে ইসরাইলি বাহিনী। কারণ ওই দিন তেলআবিব থেকে পবিত্র নগরী জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করে যুক্তরাষ্ট্র। এর প্রতিবাদে প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি ওই দিন বিক্ষোভে অংশ নেন। এতে ইসরাইলি সেনারা নির্বিচার গুলি চালালে ৬২ নিহত ও আড়াই হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়। এ নিয়ে দেড় মাসের বিক্ষোভে ইসরাইলি সেনাদের হামলায় ১১০ জন নিহত এবং ১২ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়।
গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেন এবং মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন।
উল্লেখ্য, ১৯৪৮ সালে সাড়ে সাত লাখের বেশি ফিলিস্তিনিকে তাদের ভিটে-মাটি উচ্ছেদ করে ইসরাইল। নিজেদের জন্মস্থানে ফিরে যাওয়ার দাবি নিয়ে ১৯৭৬ সালে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন ফিলিস্তিনিরা। কিন্তু শান্তিপূর্ণ ওই কর্মসূচিতে ইসরাইলের দখলদার সেনারা হামলা চালালে ছয় ফিলিস্তিনি নিহত হন। এরপর থেকেই প্রতিবছর এই কর্মসূচি পালন করে আসছেন ফিলিস্তিনিরা।
দৈনিক দেশজন /এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

