১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫২

প্রতিজ্ঞা করেছিলাম হজ্ব করার পর অভিনয় করব না: ডলি জহুর

বিনোদন ডেস্ক:

ঢালিউড সিনেমার মায়ের চরিত্রের অন্যতম পরিচিত মুখ ডলি জহুর। কিন্তু দীর্ঘদিন ধরেই নতুন সিনেমায় দেখা যাচ্ছে না তাকে। মাঝে নতুন কিছু নাটকে দেখা গেলেও সেটাও খুবই কম। ২০১২ সালের পর থেকে নতুন কোনো সিনেমায় অভিনয় করছেন না তিনি। তবে নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন।

এ প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘আমি অনেক আগেই চলচ্চিত্রে অভিনয় ছেড়ে দিয়েছি। একটা বিষয় প্রতিজ্ঞা করেছিলাম যে, হজ্ব করার পর আর সিনেমাতে অভিনয় করব না। ২০১২ সালে আল্লাহর অশেষ কৃপায় হজ্ব করি। এরপর থেকে আর নতুন সিনেমাতে অভিনয় করিনি।’

সিনেমাতে না থাকলেও এখন ডলি জহুর অভিনীত বেশ কয়েকটি নাটক-সিরিয়াল প্রচার হচ্ছে। এর মধ্যে রয়েছে ‘ক্যাট হাউজ’, ‘মেঘে ঢাকা শহর’ এবং ‘নোয়াশাল’ করছি। আগামীতেও নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যাবে না বলে দৃঢ়তার সঙ্গেই জানান এ অভিনেত্রী। তবে নাটকে অভিনয় করতে চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

আসছে ঈদের জন্য কয়েকটি নাটকে অভিনয়ের জন্য এরই মধ্যে বেশ কয়েকজন নাট্যপরিচালক প্রস্তাব দিয়েছেন। সেখান থেকে সময় সুযোগ করে কিছু কাজ করবেন এ বরেণ্য অভিনেত্রী।

প্রকাশ :মে ২০, ২০১৮ ১:২৪ অপরাহ্ণ