দৈনিক দেশজনতা ডেস্ক:
ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে প্রযুক্তিবদদের হাতে গড়ে উঠছে বিশ্বের বৃহত্তম বিমান স্ট্রাটোলঞ্চ। মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠতা পল অ্যালেন এই বিশালকায় বিমান তৈরিতে উদ্যোগী হয়েছেন। কৃত্রিম উপগ্রহগুলোকে মহাকাশে স্থাপন করতে সহায়ক হবে স্ট্রাটোলঞ্চটি। যোগাযোগের উপগ্রহ স্থাপন করার ফলে ইন্টারনেট ব্যবস্থায় উন্নতি আসবে।
বিমানটির ডানাটি ৩৮৫ ফুট লম্বা, যা একটি ফুটবল মাঠের থেকেও বৃহৎ। ৫০ ফুট উঁচু। তেল না থাকলে বিমানের ওজন হবে আড়াই লাখ পাউন্ড। বিমানটি আড়াই হাজার পাউন্ড জ্বালানি বহন করতে পারবে। বিমানটি ভর্তি থাকলে ওজন হবে ১৩ লাখ পাউন্ড। বিমানে থাকছে ২৮টি চাকা, ৬টি ৭৪৭ জেট ইঞ্জিন। পুরো বিমানটিকে দেখতে গেলে কোনো পর্বতমালায় উঠতে হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ