১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

মক্কায় ৩০ কিলোমিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গ রাস্তা প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক:

মক্কার সুড়ঙ্গের কাজ শেষ হয়েছে। চলাচলের জন্য সব ধরনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। হজ ও ওমরাহযাত্রীরা যেন নিরাপদ ও প্রশান্তিতে চলাচল করতে পারে সে জন্য সব ধরনের উপকরণ নিশ্চিত করেছে মক্কা পৌরসভা। আলোকসজ্জা, বিদ্যুতের ব্যবস্থা, অগ্নিকাণ্ডের সতর্ক সঙ্কেত, বাতাস চলাচলের ব্যবস্থা ও সুড়ঙ্গের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, পৌরসভার অধীনে ৩০ কিলোমিটার দৈর্ঘ্যরে ৫৮টি সুড়ঙ্গ নির্মাণ করা হয়েছে। সুড়ঙ্গের ভেতর ৬৬ হাজার ৯৩৫ বৈদ্যুতিক বাতি রয়েছে। এ ছাড়া ৫৯৯টি পাখা, ৪২টি জেনারেটর, সুড়ঙ্গ পরিচালনার জন্য ৩৯টি নিয়ন্ত্রণ কক্ষ, ৭৭টি পানির পাম্প এবং ১২টি আইটি স্টেশন রয়েছে। এ ছাড়া গ্যাসের জন্য ৪১টি ডিভাইস, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ৮৮টি ডিভাইস, বাতাসের গতি পরিমাপের জন্য ৩৬২টি যন্ত্র এবং ৯০টি এয়ার কন্ডিশনিং ইউনিট রয়েছে। ছোট সুড়ঙ্গগুলোতে সাড়ে ৯০০ সোডিয়াম লাইট ও দুই হাজার ১২৩টি হালকা লাইট রয়েছে। ৬৮টি পাখা, আটটি চলমান সিঁড়ি, পাঁচটি জেনারেটর, ৩২টি এয়ার কন্ডিশনিং ইউনিট, সুড়ঙ্গ পর্যবেক্ষণের জন্য পাঁচটি কম্পিউটার এবং স্থিরচিত্র ধারণের জন্য ২৭টি ক্যামেরা ও আনুষঙ্গিক যন্ত্রপাতি রয়েছে।

প্রসঙ্গত, শহরের পার্শ্ববর্তী এলাকার সাথে সংযোগ স্থাপনে সহায়তা করবে এই সুড়ঙ্গ। সুড়ঙ্গের রাস্তাগুলো চালু করা হলে যানজট সমস্যা অনেকটাই কমে যাবে। বিশেষ করে রমজান মাসে বিপুলসংখ্যক ওমরাহযাত্রী ও বাইরে থেকে আসা লোকজনের কারণে মক্কায় সৃষ্ট সমস্যা সুড়ঙ্গগুলো চালুর ফলে অনেকটাই কমে যাবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৩, ২০১৭ ১০:০৫ পূর্বাহ্ণ