১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

আন্তর্জাতিক ক্রিকেটে এক শ’ উইকেটের মালিক মাশরাফি বিন মর্তুজা

স্পোর্টস ডেস্ক:

বল হাতে সেঞ্চুরির দুর্লভ কীর্তি গড়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম এবং একমাত্র বাংলাদেশী হিসেবে দেশের বাইরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এক শ’ উইকেটের মালিক হয়েছেন তিনি। ৫০ ওভারের ক্রিকেটে বিদেশের মাটিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি মাশরাফিই।

টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সেঞ্চুরিতে ৩০৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। এর জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নিজেদের প্রথম উইকেট হারায় দলীয় ৬ রানে। মাশরাফির ডেলিভারিকে স্কুপ করতে চেয়েছিলেন ইংলিশ ওপেনার জেসন রয়, কিন্তু ভুল টাইমিংয়ে বল চলে যায় ফাইন লেগে দাঁড়িয়ে থাকা মোস্তাফিজুর রহমানের হাতে। এই উইকেট শিকারের সাথে সাথেই ওয়ানডেতে বিদেশের মাটিতে এক শ’ উইকেটের মালিক বনে যান মাশরাফি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৩, ২০১৭ ৯:৪৬ পূর্বাহ্ণ