১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৯

মিউজিক স্ট্রিমিং অ্যাপ আনছে ইউটিউব

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব মিউজিক স্ট্রিমিং অ্যাপ আনছে। এই অ্যাপে থাকবে নিজস্ব প্লেলিস্ট, বা লিসেনিং হিস্টির মতো ফিচার। এছাড়াও থাকবে ব্যাকগ্রাউন্ড প্লে-ব্যাক সাপোর্ট। ২২ মে অ্যাপটি অবমুক্ত করা হবে। ইউটিউব জানিয়েছে, এই মিউজিক স্ট্রিমিং সার্ভিস তৈরি হয়েছে শুধুমাত্র মিউজিক শোনার জন্য। এই অ্যাপে থাকবে ইউটিউবের সব জাদু। এর মাধ্যমে সহজেই নিজের মতো মিউজিক এক্সপ্লোর করতে পারবেন গ্রাহকরা।

ইউটিউব মিউজিকে থাকবে স্টুডিও লাইভ দুই ধরনের মিউজিকই। সব বিশ্বের তামাম শিল্পীদের মিউজিক থাকবে এই স্ট্রিমিং সার্ভিসে। এছাড়াও গুগুলের আধুনিক সার্চ রেজাল্টের ফলে আপনার আগে শোনা গান থেকেই অ্যাপ বলে দিতে পারবে আপনি আর নতুন কি গান পছন্দ করতে পারেন। এ ছাড়াও ইউটিউব মিউজিকের অন্যতম প্রধান ফিচার অবশ্যই নিজের মতো প্লে লিস্ট তৈরি করার সুযোগ।

এছাড়াও আগে আপনি কোন গান শুনেছিলেন তা আপনি দেখে নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। এছাড়াও লোকেশন ডাটা কালেক্ট করে আপনার জন্য সঠিক গান সাজেস্ট করতে পারবে এই অ্যাপ। যেমন আপনি যদি জিমে থাকেন তবে এই অ্যাপ আপনাকে ওয়ার্ক আউটের জন্য আদর্শ মিউজিকের সন্ধান দেবে নিজে থেকেই।

গ্রাহকরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ইউটিউব মিউজিক। তবে এর জন্য বিজ্ঞাপন শুনতে হবে গ্রাহকদের। এছাড়াও আপনি যদি বিজ্ঞাপন শুনতে না চান তবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন করতে পারবেন এই অ্যাপে। তবে ব্যাকগ্রাউন্ড প্লে ও অফলাইন লিসেনিং এর ফিচারের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশান থাকা বাধ্যতামুলক।

আপনি যদি ইতিমধ্যেই গুগুল প্লে মিউজিকে সাবস্ক্রাইব করে থাকেন, তবে আপনি বিনামূল্যে পেয়ে যাবেন ইউটিউব মিউজিকের সাবক্রিপশন। আপাতত শুধুমাত্র আমেরিকা, আস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মেক্সিকো ও দক্ষিণ কোরিয়াতে শুরু হবে গুগুলের নতুন এই মিউজিক স্ট্রিমিং পরিষেবা।  আশা করা হচ্ছে খুব শিগগিরইহ পৃথিবীর অন্যান্য দেশেও শুরু হবে যাবে এই ইউটিউব মিউজিকের স্ট্রিমিং সার্ভিস।

প্রকাশ :মে ২০, ২০১৮ ১০:৫৭ পূর্বাহ্ণ