১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৩

বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি রাজস্থান-বেঙালুরু

স্পোর্টস ডেস্ক:      

শেষ পর্যায়ে এসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এখন দারুণ জমজমাট। প্লে অফ নিশ্চিত করার পথে যেমন এক রকম এলিমিনেশন ম্যাচ হয়ে দাঁড়িয়েছে শনিবার দিনের প্রথম ম্যাচটি। জয়পুরে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু। যে দল হারবে, শেষ হয়ে যাবে তাদের আশা।

এটি আইপিএলের এবারের আসরের ৫৩তম ম্যাচ। এখন পর্যন্ত ১৩টি করে ম্যাচ খেলেছে প্রত্যেক দল। সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস প্লে অফ নিশ্চিত করে রেখেছে। শেষ চারের অপর দুই দল হওয়ার লড়াইয়ে আছে ৫টি দল। শুধু দিল্লি ডেয়ারডেভিলস ছাড়া সবাই। যার মধ্যে বেঙালুরু ও রাজস্থান অন্যতম। ১৩টি করে ম্যাচ শেষে উভয় দলের পয়েন্ট ১২ করে। তবে নেট রান রেটে এগিয়ে বিরাট কোহলির বেঙালুরু।

এ ম্যাচে যে দল হারবে তাদের আশা যেমন শেষ হবে, বিপরীতে যে দল জিতবে তাদের অবশ্য প্লে অফ এ ম্যাচেই নিশ্চিত হবে না। কারণ ১৪ পয়েন্ট করে হওয়ার সুযোগ থাকছে কলকাতা, মুম্বাই, পাঞ্জাবেরও। যারা পরের ম্যাচগুলোতে মাঠে নামবে। অর্থাৎ প্লে অফের শেষ দুই দল নিশ্চিত করতে নেট রান রেটের ব্যপার আসবে। বেঙালুরু-রাজস্থানকে সেই বিষয় মাথায় রেখে মাঠে নামতে হবে। বেঙালুরু সেই জায়গাটায় আগে থেকেই সুবিধে জনক অবস্থানে থাকছে নেট রান রেটের কারণে।

বিরাট কোহলির দুরন্ত বেঙালুরু শুরুর দিকে হতাশ করলেও শেষ দিকে এসে জেগে উঠেছে। অধিনায়ক নিজেসহ এবি ডি ভিলিয়ার্সরা দুর্দান্ত ফর্মে। শেষ ম্যাচে যেমন আগে ব্যাট করে ২১৮ রান করে দলটি। ম্যাচটি ১৪ রানে জিতে তারা। অন্যদিকে ঠিক তার আগের ম্যাচে পাঞ্জাবকে অল আউট করে দেয় মাত্র ৮৮ রানে। অর্থাৎ ব্যাটিং-বোলিং দুই বিভাগেই তাদের গভীরতা।

রাজস্থান এই দিক দিয় কিছুটা পিছিয়ে থাকছে এদিন। কারণ ব্যাটিংয়ে তাদের অন্যতম ভরসা জজ বাটলার নিজ দেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে ফিরে গেছেন ইংল্যান্ডে। ফিরে গেছেন বেন স্টোকসও। তারপরও ঘরের মাঠকে প্রেরণা হিসেবে পেতে পারে রাজস্থান। তাছাড়া প্রথমবারের দেখায় বেঙালুরুকে তাদেরই মাঠে হারিয়েছিল রাজস্থান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১৯, ২০১৮ ১১:০৬ পূর্বাহ্ণ