১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

ভেনিজুয়েলায় কারাগারে সংঘর্ষে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক:

ভেনিজুয়েলায় আবারো কারাগারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে দুইজন কারারক্ষক। বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য লারায় এ ঘটনা ঘটে। এ নিয়ে গত সপ্তাহে দেশটিতে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। শুক্রবার দেশটির কারামন্ত্রী আইরিশ ভারেলা এ তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ফেনিক্স কারাগারে ঘটা ওই দাঙ্গা এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করা হবে বলেও জানিয়েছেন ভারেলা। এর আগে বুধবার রাজধানী কারাকাসের হেলিকয়েড কারাগারে দাঙ্গার ঘটনা ঘটে। এই কারাগারে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনেক বিরোধী বন্দি আছে। তবে ওই ঘটনায় কেউ মারা যায়নি।

প্রসঙ্গত, উল্লিখিত দুটি কারাগারেই মার্কিন নাগরিক বন্দি রয়েছে। বুধবারের ঘটনার পর মার্কিন কর্তৃপক্ষ তাদের নাগরিকদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

 

প্রকাশ :মে ১৯, ২০১৮ ১১:০৪ পূর্বাহ্ণ