আন্তর্জাতিক ডেস্ক:
বহু গোপন নথি ফাঁস করে দেয়া প্রতিষ্ঠান উইকিলিকসের কর্ণধার জুলিয়ান অ্যাসাঞ্জের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো। গ্রেফতার এড়াতে প্রায় ছয় বছর ধরে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন অস্ট্রেলীয় এই নাগরিক।
ইকুয়েডর সরকারের এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্স বলেছে, ‘বৃহস্পতিবার মোরেনো বলেছেন, লন্ডনে ইকুয়েডর দূতাবাসে যে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তা অতিসত্ত্বর প্রত্যাহার করতে হবে। এখন থেকে অন্যান্য দূতাবাসে যেমন স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা আছে, লন্ডন দূতাবাসেও সে রকম নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’ সুইডেনে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় গ্রেফতার এড়াতে ২০১২ সাল থেকে লন্ডনের ওই দূতাবাসে অবস্থান করছেন অ্যাসাঞ্জ।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

