১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:৫১

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: গ্রেফতার ৯০

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবন ও বিক্রির দায়ে ৯০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৯৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৮৪ গ্রাম ১০৩৭ পুরিয়া হেরোইন, ৭কেজি ৪১০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেন্সিডিল ও ৪০টি ইনজেকশন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৮টি মামলা করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৮, ২০১৮ ৭:৪০ অপরাহ্ণ