১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৯

বাকি সিটি নির্বাচনে অংশগ্রহণ ভেবে দেখতে হবে: মওদুদ

নিজস্ব প্রতিবেদক:

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের পরিপ্রেক্ষিতে অন্যান্য সিটি করপোরেশ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে নতুনভাবে চিন্তা-ভাবনা করতে হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, খুলনার মতো নির্বাচনে অংশগ্রহণ করা অর্থহীন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মুক্তি দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ লক্ষ্মীপুর জাতীয়তাবাদী যুব ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘খুলনায় নির্বাচন করেছে পুলিশ। আওয়ামী লীগের নেতাকর্মীদের চাইতেও পুলিশ বাহিনী বেশি তৎপর ছিল। তারাই আওয়ামী লীগের প্রার্থীর জয়লাভের ব্যবস্থা করে দিয়েছে। এই একই ঘটনা অন্যান্য সিটি করপোরেশন নির্বাচনেও ঘটবে। আগামী সিটি করপোরেশন নির্বাচনগুলোতে বিএনপি আর অংশগ্রহণ করবে কি-না সে ব্যাপারে নতুন করে চিন্তা-ভাবনা করতে হবে। এটা অর্থহীন হবে এই ধরনের নির্বাচনে অংশগ্রহণ করা।’

খালেদা জিয়ার মুক্তির জন্য ‘ধীরে ধীরে কঠোর কর্মসূচি’র কথা ভাবতে হবে— এমন মন্তব্য করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি হবে কি হবে না— নিম্ন আদালতের বিচারকদের মাধ্যমে এটা এখন চলে গেছে সরকারের নিয়ন্ত্রণে। এই বিচারকরা সরকার যা বলবেন, তাই করবে। কারণ সুপ্রিম কোর্টের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নাই, তাদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা এখন সরকারের কাছে। তাই আইনি লড়াই এককভাবে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে সুবিধাজনক হবে না। আইনি লড়াইয়ের সাথে সাথে রাজপথের কোনো বিকল্প নাই। এখন ধীরে ধীরে কঠোর কর্মসূচির দেওয়ার কথা চিন্তা-ভাবনা করতে হবে। ঈদের পরে এ বিষয়ে নতুন করে চিন্তা-ভাবনা করতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসীন আলী প্রমুখ বক্তব্য দেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৮, ২০১৮ ৭:৫২ অপরাহ্ণ