বিনোদন ডেস্ক:
কান চলচ্চিত্র উৎসবে শর্টফিল্ম কর্ণার চালু হয়, ২০০৪ সালে। ৭১তম আসরে এই বিভাগে প্রদর্শিত হয়েছে, বাংলাদেশের ৪টি ছবি। যদিও এই ১৪ বছরে বিভাগটির অফিসিয়াল সিলেকশনে জায়গা পায়নি, দেশের স্বল্পদৈর্ঘ্য কোনো সিনেমা।
রোহিঙ্গা সংকট…বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ইস্যুকে উপজীব্য করে তৈরি; বাংলাদেশের তিনটি ছবি এসেছে সিনেমার সবচেয়ে মর্যাদাকর আসর কান চলচ্চিত্র উৎসবে।
জসিম আহমেদ পরিচালিত ‘আ পেয়ার অফ স্যান্ডেল’, ইকবাল হোসাইন চৌধুরীর ‘রোয়াই’ এবং নোমান রবিনের ‘এ কোয়ার্টার মাইল কান্ট্রি’ নামের তিনটি ছবি উন্মুক্ত হয়েছে কানের শর্টফিল্ম কর্নরে।
আয়োজনের ৭১তম আসরে এই তিন ছবির সাথে আছে মেছে ঢাকা: লাইফ উইদাউথ সান ছবিটিও। এই সিনেমার মূল উপজীব্য; জলবায়ূ পরিবর্তন।
২০০৪ সাল থেকে কানে শর্টফিল্ম কর্ণার চালু হলেও এখনো র্শটফিল্ম বিভাগের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশের কোনো ছবি। এই চার তরুণ নির্মাতাদের অভিযোগ, প্রবীণরা উদ্বুদ্ধ না করায় কানের মতো এমন বড় আসরে পিছিয়ে আছে বাংলাদেশ।
দেরিতে হলেও এমন বৈশ্বিক আয়োজনে সরকারি সহযোগিতা কামনা করেন তরুণ নির্মাতারা। এই নির্মাতারা স্বপ্ন দেখেন ৭২তম আসরে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে থাকবে বাংলাদেশের ছবি। -সংবাদমাধ্যম।
দৈনিক দেশজনতা/এন এইচ