১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

রমজানে বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ প্যাকেজ

নিজস্ব প্রতিবেদক:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পবিত্র রমজান উপলক্ষে ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। রমজান মাসে এ রুটে ট্যাক্সসহ ৩ হাজার ২০০ টাকা ভাড়া নির্ধারণ করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।

গতকাল বৃহস্পতিবার ব্যবস্থাপক জনসংযোগ তাছমিন আকতারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্মানিত যাত্রী সাধারণের জন্য ঢাকা-কক্সবাজার রুটে ট্যাক্সসহ সর্বনিম্ন ৩ হাজার ২০০ টাকা ভাড়া নির্ধারণ করেছে। এ অফার ১১ জুন ২০১৮ পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে কক্সবাজার-ঢাকা রুটে ট্যাক্সসহ সর্বনিম্ন ৩ হাজার ২০০ টাকা নিধারণ করা হয়েছে, যা আগামী ১৬ জুন ২০১৮ পর্যন্ত বহাল থাকবে।

বিমানের সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট থেকে নগদ/ক্রেডিট কার্ড/বিকাশ/রকেট এবং বিমান ওয়েবসাইট www.biman-airlines.com থেকে ক্রেডিট কার্ড/রকেট এবং টেলিফোনে ০১৭৭৭-৭১৫৬১৩-৬ এই নম্বরে (সকাল ৮টা থেকে রাত ৮টা) ফোন করেও টিকেট কেনা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৮, ২০১৮ ১১:০৭ পূর্বাহ্ণ