আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রথম নারী পরিচালক হিসেবে জিনা হাসপেলকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির সিনেট এ অনুমোদন দিয়েছে। বিবিসি এক প্রতিবেদনে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত হাসপেলকে গতকাল বৃহস্পতিবার সিনেটে ৫৪-৪৪ ভোটে অনুমোদন দেওয়া হয়। প্রসঙ্গত, ৩৩ বছর ধরে সিআইএ’তে কাজ করা দক্ষ গোয়েন্দা হাসপেল তার পূর্বসুরী মাইক পম্পেওর স্থলাভিষিক্ত হবেন। গত মাসে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পম্পেওর নিয়োগ চূড়ান্ত হলে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন হাসপেল।
১৯৮৫ সালে সিআইএ’তে যোগ দিয়ে সংস্থার হয়ে প্রায় ২০টি আলাদা ধরনের কাজ করেছেন তিনি। দেশের বাইরেও সংস্থার হয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
তবে ৬১ বছর বয়সী জিনা হ্যাসপেল তার চাকরি জীবনের বেশির ভাগ সময়ই গোপনে কাজ করেছেন।
দৈনিক দেশজনতা/এন এইচ