২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৫

রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের দলের চমক

স্পোর্টস ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপের জন্য অধিকাংশ দেশই প্রাথমিক দল ঘোষণার দিকে ঝুঁকছে। তবে কোনো রাখঢাক রাখলেন না কোচ দিদিয়ের দেশম। একেবারে ২৩ সদস্যের চূড়ান্ত দলই ঘোষণা করে দিয়েছেন তিনি, যা বলতে গেলে চমকে ভরপুর।

দেশমের ২০১৮ বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি ইনফর্ম আলেসান্দ্রে লাকাজেত ও অ্যান্থনি মার্শিয়ালের। স্থান সঙ্কুলান হয়নি দিমিত্রি পায়েত, আদ্রিয়ান রাবিও ও কিংসলে কোমানেরও।

চোটে না পড়লে হয়তো দলে জায়গা পেতেন পায়েত। ফরাসি কোচের বিবৃতিতে তার সামান্য আভাস পাওয়া গেছে।

বুধবার ইউরোপা লিগের ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চোট পান পায়েত, যা থেকে সেরে উঠতে তার কমপক্ষে সময় লাগবে তিন সপ্তাহ। দুর্ভাগ্যই বলতে হয় এ উইঙ্গারের।

আগামী ১৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামবে ফরাসিরা। ‘সি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ পেরু ও ডেনমার্ক। দীর্ঘ দিনের শিরোপাখরা ঘোচানোর সব রকম সামর্থ্য আছে এবারের দলটির।

ফ্রান্স দল

গোলরক্ষক : আল ফোন্সো আরিওলা, হুগো লরিস ও স্টিভ মান্দানা।

ডিফেন্ডার : লুকাস হার্নান্দেজ, প্রেস কিমপেম্বে, বেনজামিন পাভার্দ, আদিল রামি, জিবরিল সিদিবে, স্যামুয়েল উমতিতি ও রাফায়েল ভারানে।

মিডফিল্ডার : এনগোলা কান্তে, মাতুইদি, স্টিভেন এনজনজি, পল পগবাও করেন্তিনোতলিসো।

ফরোয়ার্ড : আঁতোয়া গ্রিজমান, উসমানে ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, অলিভিয়ে জিরু, ফ্লোরিয়ান থোভানওনাবিল ফেকির।

কোচ : দিদিয়ের দেশম।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৮, ২০১৮ ১০:৫৮ পূর্বাহ্ণ