১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৯

অভিবাসীদেরকে ‘পশু’ বলে অভিহিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

অভিবাসীদেরকে ‘পশু’ বলে মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্ত প্রাচীর এবং এ সংক্রান্ত আইন প্রয়োগ নিয়ে অভিযোগ এড়াতে বুধবার এমনটা বলেন তিনি।

ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান নেতাদের হোয়াইট হাউজ পরিদর্শনে গেলে তাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশে বহিরাগত কিছু মানুষ আছে অথবা কিছু মানুষ দেশে ঢোকার চেষ্টা করছে। আমরা তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেব।’

মূলত অভিবাসীদের বলতে গিয়ে তাদেরকে আক্রমণ করে ট্রাম্প আরও বলেন, আপনারা বিশ্বাস করতে পারবেন না, এসব মানুষ কত খারাপ। তারা মানুষ না, তারা হল পশু। আমরা তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেব।

অভিবাসী ও এ সংক্রান্ত আইন, অভিবাসীদের আশ্রয়স্থল শহরগুলো এবং এল সালভেদরের অভিবাসীদের দাঙ্গাবাজ গোষ্ঠী এমএস-১৩ সম্পর্কে বলতে গিয়ে এরকম মন্তব্য করেন ট্রাম্প।

এসময় এমএস-১৩ বাহিনীকে সরাসরি সহিংসতা সৃষ্টিকারী এবং খুনী বলতেও ছাড়েননি তিনি। এ গোষ্ঠী সম্পর্কে কঠোর মন্তব্য করতে গিয়ে মূলত সাধারণ অভিবাসীদেরকেও ঢালাওভাবে ‘পশু’ বলে ফেলেন তিনি।

তবে ডেমোক্র্যাটরা তার এ মন্তব্যের নিন্দা জানিয়ে বলে ট্রাম্পের মন্তব্য ইহুদিদের বিরুদ্ধের নাৎসিদের বিশোদ্গারের ধ্বনি শোনা যাচ্ছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর জ্যারি ব্রাউন বলেন, ট্রাম্প অভিবাসীদের নিয়ে মিথ্যাচার করছে। একইসাথে অপরাধ নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়ার আইন নিয়েও মিথ্যাচার করছে। এ সময় তিনি ট্রাম্পের সাথে দেখা করতে যাওয়া ও তার সাথে ঐক্যমত পোষণ করা রিপাবলিকান রাজনীতিবিদদের সমালোচনা করেন। -এনডিটিভি।

আন্তর্জাতিক ডেস্ক:

প্রকাশ :মে ১৮, ২০১৮ ১০:৫১ পূর্বাহ্ণ