২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৩১

নির্বাচন করতে ভুল করলেন বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক:

চলচ্চিত্রের গ্লামার ওয়ার্ল্ডে বাণিজ্যিক ছবির বেশ কদর। নায়িকারা স্টার থেকে মেগা স্টার হয়ে উঠেন এই সকল চলচ্চিত্র দিয়েই। আর একবারে এর বিপরীত বিকল্প ধারার চলচ্চিত্র বা তথাকথিত বাণিজ্যিকের বাহিরে আছে নন গ্লামার আর্ট ফিল্ম। যেখানে মেগা স্টারের তকমা না লাগলেও পাওয়া যায় আন্তর্জাতিক স্বীকৃতি ও নায়িকা থেকে অভিনেত্রী হওয়ার সুযোগ। আর এখানেই নির্বাচন করতে ভুল করলেন জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম।

সম্প্রতি মুক্তির পথে আছে কলকাতার সিনেমা সুলতান। যেখানে প্রথমবারের মত জুটি হয়েছেন কলকাতার তারকা নায়ক জিতের সাথে। আর মশলাদার পাওয়ার প্যাক দক্ষিণী ছবির কপি এই বাণিজ্যিক সিনেমাতে কাজ করতে গিয়ে তিনি ফিরিয়েছেন তৌকির আহমেদের মত পরিচালককে। একটা পর্যায়ে অভিনেত্রী থেকে তিনি নায়িকা হতেই বেশি পছন্দ করেছেন।

কিন্তু এখন যখন আসন্ন ঈদে ছবিটি যখন মুক্তির আশংকায় রয়েছে তখনই আফসোস করছেন মিম। এ নায়িকা বলেন, “এই ছবির (সুলতান) জন্য আমার খুব প্রিয় মানুষ তৌকীর আহমেদ ভাইয়ের ‘ফাগুন হাওয়া’ ছবিটিতে শিডিউল দিতে পারিনি। চমৎকার গল্প ছিলো ‘ফাগুন হাওয়া’য়। আমি মনে করি, যে কোনো অভিনেত্রীর জন্যই ‘ফাগুন হাওয়া’ একটি স্বপ্নের চলচ্চিত্র। বাধ্য হয়ে সেটি ছেড়ে দিতে হয়েছে আমাকে।”

মিম আরো বলেন, “বিপাশা হায়াত আপুর সঙ্গে দেখা হলে তিনিও বলেছিলেন, ছবিটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো। ছেড়ে দেয়াটা ঠিক হয়নি। আসলে ভাষা আন্দোলন নিয়ে এটি আন্তর্জাতিক মানের চলচ্চিত্র হবে আমি জানি। তবুও ঝুঁকিটা নিয়েছিলাম ‘সুলতান’ ঈদে মুক্তি পাবে সেই আশাতেই। যদি সেটা না হয় তবে খারাপ লাগবে।”

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৭, ২০১৮ ১১:৪১ পূর্বাহ্ণ