১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৭

দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই অস্ত্র গোলাবারুদ: পুলিশ মহাপরিদর্শক

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার (০২ জুন) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৫নং সেক্টরে উদ্ধার হওয়া অস্ত্র-গোলাবারু পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেন ‘বাংলাদেশকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই কোনো অপরাধী চক্র এই বিপুল সংখ্যক অস্ত্র গোলাবারুদ এনে থাকতে পারে।’
তিনি বলেন, রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৬২টি এসএনজি, ৫১টি ম্যাগাজিন, ৫টি পিস্তল, ২টি ওয়াকিটকি, ২টি রকেটলাঞ্চার, ৫৪টি গ্রেনেড, বিপুল সংখ্যক গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম, ডেটোনেটর ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এগুলো ব্যাগে ভরে একটি ডোবায় লুকিয়ে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার (০১ জুন) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়। আইজিপি শহীদুল হক বলেন, ‘এরই মধ্যে এক ব্যক্তি আমাদের হাতে গ্রেফতার হয়েছে। ওই ব্যক্তির তথ্যের ভিত্তিতে এই সব অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএম
প্রকাশ :জুন ২, ২০১৭ ৩:৩২ অপরাহ্ণ